ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ের খেলার মাঠের জায়গায় রাস্তা নির্মাণ ও মাঠজুড়ে নির্মাণসামগ্রী রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই বিক্ষোভ করা হয়।
গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, ‘আমাদের একমাত্র খেলার মাঠে পার্শ্ববর্তী গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনগড়াভাবে একটি রাস্তা করেছেন। এ কারণে আমাদের মাঠটি ছোট হয়ে গেছে। এ ছাড়া মাঠজুড়ে স্থানীয় লোকজন নির্মাণসামগ্রী ফেলে রাখায় আমরা প্রায়ই আহত হই।’
শিক্ষার্থীরা আরও বলে, ‘আমরা অপ্রয়োজনীয় রাস্তা চাই না। আমরা খেলার মাঠ চাই।’
গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসিন খান বলেন, ‘যেহেতু একই সঙ্গে দুই বিদ্যালয়ের খেলার মাঠ। তাই আমরা সমন্বয় করে বিদ্যালয়ে রাস্তা নির্মাণ করেছি। রাস্তা নির্মাণের সময় আমাকে কেউ বাধা দেয়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিবুর রহমান বলেন, ‘আমি গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’