Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় বিষপানে দুই গৃহবধূর আত্মহত্যার চেষ্টা 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়ায় বিষপানে দুই গৃহবধূর আত্মহত্যার চেষ্টা 

বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারণে পৃথক দুটি ঘটনায় একই উপজেলার দুই গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে ঘটনা দুটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই দুই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন উপজেলার পার্শ্ববর্তী কারফা গ্রামের বিবেক হালদারের স্ত্রী অনামিকা হালদার (২০) ও উপজেলার পাকুরিতা গ্রামের দুলাল পাণ্ডের স্ত্রী বিথী পাণ্ডে (২৫)। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে অনামিকা হালদার পারিবারিক কলহের কারণে স্বামীর সঙ্গে ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। 

অনামিকা হালদারের স্বামী বিবেক বলেন, `তুচ্ছ ঘটনায় আমার সঙ্গে ঝগড়া হলে অনামিকা অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।' 

অন্যদিকে, বিথী পাণ্ডে তুচ্ছ ঘটনায় ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁর পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন বলেন, কীটনাশক পানে অসুস্থ দুই রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। 

জাতীয়করণের নামে বিপুল টাকা লেনদেন

পটুয়াখালীতে ট্রলারে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে জলদস্যুর মৃত্যু

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু

বরগুনায় পথশিশুকে ধর্ষণের চেষ্টা, ভর্তি ছাড়া হাসপাতালে চিকিৎসা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির নেতা আটক

রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরানোর ব্যবস্থা করুন: জাতিসংঘ মহাসচিবকে ইসলামী আন্দোলনের আমির

২২-এর ঘটনা, ২৫-এর মামলা, ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

বাসের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে মামলার জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

পাথর না দিয়ে কেবল বালু-পিচে রাস্তা সংস্কার, রুখে দিল স্থানীয়রা