Ajker Patrika

বাসের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে মামলার জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আজ বিকেলে মহাসড়ক অবরোধকালে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে আটকে পড়া বাস। ছবি: আজকের পত্রিকা
আজ বিকেলে মহাসড়ক অবরোধকালে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে আটকে পড়া বাস। ছবি: আজকের পত্রিকা

বাসের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের মামলার জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখা হয়।

এদিকে অবরোধের কারণে বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে বাসযাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ছাড়া কাউন্টারের সামনেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অবরোধের কারণে টার্মিনাল ও দূরদূরান্ত থেকে আসা সব ধরনের যানবাহন এক ঘণ্টার বেশি সময় ধরে চলাচল করতে পারেনি।

বরগুনা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে আসা যাত্রী রফিকুল আলম বলেন, ‘আমাদের বাস বরগুনা থেকে এসেছে, কিন্তু টার্মিনাল এলাকায় এসে অবরোধের কারণে আটকে পড়ে। এক ঘণ্টা হয়েছে এখানে আটকে আছি।’

সুজন চৌধুরী নামের আরেক যাত্রী বলেন, ‘এ ধরনের অবরোধ হলে সবচেয়ে বেশি কষ্ট আমাদের হয়। সড়কে কোনো শৃঙ্খলাব্যবস্থা নেই।’

বাসশ্রমিক সাহাদাত হোসেন লিটন বলেন, ‘বাস চালানোর সময় প্রশাসনের ভয়ে থাকতে হয়। একটি বাসের গতি ৬০ কিলোমিটার অতিক্রম করলেই মামলা দেওয়া হচ্ছে।’

গোলাম রাব্বি নামের আরেক বাসশ্রমিক বলেন, ‘ট্রাফিক পুলিশ সকাল ৬টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে মামলা দেওয়া শুরু করে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।’

বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত গতিতে বাস চালানো রোধে মামলার জেরে বাসশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত