Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

পিকআপে উচ্চ শব্দে গান বাজানোয় ২২ শিক্ষার্থী আটক, মুচলেকা দিয়ে মুক্তি 

ভোলা প্রতিনিধি

পিকআপে উচ্চ শব্দে গান বাজানোয় ২২ শিক্ষার্থী আটক, মুচলেকা দিয়ে মুক্তি 

ভোলার বোরহানউদ্দিনে একটি পিকআপ ভ্যানে উচ্চ স্বরে গান বাজিয়ে তাতে চড়ে শহরে ঘুরছিল ২২ এসএসসি পরীক্ষার্থী। এ সময় পুলিশ ওই পিকআপটি আটকে সড়ক আইনে মামলা দিয়েছে, সেই সঙ্গে শিক্ষার্থীদের আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ সুপারের নির্দেশে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের আটক করা হয় গতকাল মঙ্গলবার দুপুরে। পরে রাতে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া।

ওসি আজকের পত্রিকাকে জানান, ‘জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে মঙ্গলবার বেলা দেড়টার দিকে উচ্চ স্বরে গান বাজানোর অপরাধে ২২ এসএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশক্রমে ওই দিন রাতেই তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে মুচলেকা নিয়ে আটক এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

অভিভাবকদের সামনে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেয় পুলিশওসি আরও বলেন, এ ব্যাপারে পিকআপ ভ্যানটির নামে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে।

সেই সঙ্গে জনসাধারণের অসুবিধা হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘যারা জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে বা স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটে এমন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা-পুলিশ পিকআপটিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক

ইজারা জমা দিতে বাধা নেপথ্যে বিএনপির চক্র

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, আট মাসেই ভেঙেছে ১০টি

নিয়মের কোনো তোয়াক্কা করছেন না উপাচার্য