শিক্ষা দিবস উপলক্ষে আজ বুধবার বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল সামনে অনুষ্ঠিত সমাবেশে নানা দাবি তুলে ধরা হয়।
এ সময় বক্তারা অবিলম্বে করোনাকালীন বেতন-ফি মওকুফ, শিক্ষার্থীদের টিকাদান ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় শিক্ষা দিবসের চেতনাকে ধারণ করে শিক্ষা নিয়ে বাণিজ্যিক নীতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিবাদ গড়ে তুলবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী, মহানগর ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, বরিশাল সরকারি মহিলা কলেজের সংগঠক অদিতি ইসলাম, ১৭ নং ওয়ার্ডের আহ্বায়ক লামিয়া সাইমুন, ৯ নং ওয়ার্ডের সভাপতি শ্রাবন্তি দাস প্রমুখ।