Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

‘কপালে চাল না জোটায় বাড়ি চলে যাচ্ছি’

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

‘কপালে চাল না জোটায় বাড়ি চলে যাচ্ছি’

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফের বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে পক্ষিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করা হয়। চাল নিতে দুই হাজারের বেশি মানুষ ইউপি কার্যালয়ে আসেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও প্রায় অর্ধেক মানুষ চাল পাননি। তাঁরা চাল না পেয়ে খালি হাতে ফিরে যান। 

চাল নিতে আসা পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিধবা জাহানারা আজকের পত্রিকাকে বলেন, ‘স্বামী মারা গেছে। সংসার খুব কষ্টে চলছে। চাউল নিতে আইছি, কিন্তু পাই নাই। চাল দেওয়া শেষে আমাগো বলে বরাদ্দ নাই।’ 

 ৮ নম্বর ওয়ার্ডের দরিদ্র মোতাহার বলেন, ‘চালের জন্য এসেছি। তবে কপালে চাল না জোটায় বাড়ি চলে যাচ্ছি।’  

ভোলার বোরহানউদ্দিনে ভিজিএফের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকাপক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার আজকের পত্রিকাকে বলেন, ‘ভিজিএফের চাল পেতে দুই হাজারের বেশি অসহায় ও দুস্থ মানুষ সকাল থেকে তীব্র রোধ আর গরমের মধ্যে এখানে ভিড় করেন। বরাদ্দ কম থাকায় আমরা পক্ষিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হত দরিদ্র এক হাজার সাতজনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেছি। বাকিদের দিতে পারিনি। বরাদ্দ বাড়ানো হলে ভালো হতো। সবাইকে দিতে পারতাম।’ 

এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিরামন বৈদ্য, ইউপি সচিব আশরাফ উদ্দিন খানসহ ইউপি সদস্যরা।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক

ইজারা জমা দিতে বাধা নেপথ্যে বিএনপির চক্র

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, আট মাসেই ভেঙেছে ১০টি

নিয়মের কোনো তোয়াক্কা করছেন না উপাচার্য