দেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। একটি মহল নিজেদের স্বার্থের জন্য দেশে-বিদেশে সরকারের নামে বিভিন্ন অপপ্রচার করছে। সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে।
আজ শুক্রবার বিকেলে মুলাদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। সবাইকে এই কাজে সহযোগিতা করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারি কর্মকর্তাদের দ্রুতগতিতে কাজ করতে হবে এবং গতানুগতিক কাজের ধারা বাদ দিয়ে ভিন্নতা আনতে হবে। এ ছাড়া দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল বারী, উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, মুলাদি পৌর মেয়র শফিক উজ্জামার রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মানইল আহসান সবুজ, মুলাদি সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, গাছুয়া ইউণিয়ন চেয়ারম্যান মো. জসিম উদ্দীন ব্যাপারী।
গত ৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন মো. মাহবুব হোসেন। তিনি মুলাদী উপজেলার পৌর এলাকার ছোট পাতারচর গ্রামের সন্তান। আজ তিনি মুলাদি উপজেলায় সফর করেন এবং সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মুলাদী-বরিশাল সড়কের মীরগঞ্জে সেতু নির্মাণে কাজ করার আশ্বাস দেন।