হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ১০

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে উল্টে যাওয়া পর্যটকবাহী বাস। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার আলুটিলার পর্যটনকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজবাড়ীর আমিনা খাতুন বিদ্যাপীঠ থেকে ১৭ জন শিক্ষক কমফোর্ট গোল্ডেন এক্সপ্রেস নামের বাসে করে খাগড়াছড়ি আসছিলেন। আলুটিলা আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ সড়কে উল্টে যায়। তাতে ১০ জন আহত হয়।

খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক সুমন জাহিদ বলেন, ‘আমার ধারণা, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাতে বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।’

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রিপল বাপ্পি বলেন, বাস দুর্ঘটনায় আহত ১০ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের আঘাতটা একটু বেশি। তবে আপাতত কেউ আশঙ্কাজনক নেই।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ভেঙেছে। অন্যদের অবস্থা বেশি গুরুতর নয়।

এদিকে বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ায় উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খাগড়াছড়ির সঙ্গে কয়েক ঘণ্টা ঢাকা-চট্টগ্রামে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মতলব দক্ষিণে বাজারে আগুন, পুড়ে গেল ১৭ দোকান

নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

ফেনীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত

এসএসসি পরীক্ষা: চট্টগ্রামে শ্রুতলেখক নিয়ে বিপত্তিতে সাত প্রতিবন্ধী শিক্ষার্থী

কর্ণফুলীতে নৌকা বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে মাঝি নিখোঁজ, কাঁদছে এসএসসি পরীক্ষার্থী ছেলে

পরীক্ষার্থীর এমসিকিউ শিট ছিনিয়ে নেওয়ার অভিযোগ হল সুপার ও পরিদর্শকের বিরুদ্ধে

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধাকে আটক করে পুলিশে সোপর্দ

জব্দ ৩০ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণের তথ্য নেই এজাহারে, মামলার বাদীকে তলব

লামায় কলেজছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২