হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ১০

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে উল্টে যাওয়া পর্যটকবাহী বাস। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার আলুটিলার পর্যটনকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজবাড়ীর আমিনা খাতুন বিদ্যাপীঠ থেকে ১৭ জন শিক্ষক কমফোর্ট গোল্ডেন এক্সপ্রেস নামের বাসে করে খাগড়াছড়ি আসছিলেন। আলুটিলা আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ সড়কে উল্টে যায়। তাতে ১০ জন আহত হয়।

খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক সুমন জাহিদ বলেন, ‘আমার ধারণা, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাতে বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।’

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রিপল বাপ্পি বলেন, বাস দুর্ঘটনায় আহত ১০ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের আঘাতটা একটু বেশি। তবে আপাতত কেউ আশঙ্কাজনক নেই।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ভেঙেছে। অন্যদের অবস্থা বেশি গুরুতর নয়।

এদিকে বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ায় উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খাগড়াছড়ির সঙ্গে কয়েক ঘণ্টা ঢাকা-চট্টগ্রামে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন