Ajker Patrika

নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

নোয়াখালী প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য ও চরজব্বার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ মিয়ার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য বিএনপির আরেক পক্ষকে দায়ী করছেন আয়োজকেরা। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের ভাই এবং উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ মিয়ার বিরুদ্ধে মানুষের জায়গা-জমি, পুকুর দখল ও চাঁদা আদায়সহ বিভিন্ন অভিযোগ এনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় চরজব্বার ইউনিয়নের লোকজনের পাশাপাশি বিএনপির একাংশের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন চলাকালে বিএনপির নেতা আবদুল্লাহ মিয়ার লোকজন এসে অতর্কিতে হামলা চালায় এবং মানববন্ধনকারীদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে কিছু লোক জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরে ঢুকলে সেখানেও হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারীরা চলে যায়।

এ বিষয়ে আবদুল্লাহ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উপজেলা বিএনপির গ্রুপিংয়ের কারণে মূলত চরজব্বার ইউনিয়ন বিএনপির সভাপতি সরাফত আলী বাচ্চুসহ কয়েকজন এ মানববন্ধনের আয়োজন করেছিল। মানববন্ধনে ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিস্তারিত বলতে পারব না। আমি এলাকায় নেই। তবে আমার কোনো লোক হামলা করেনি।’

জানতে চাইলে চরজব্বার ইউনিয়ন বিএনপির সভাপতি সরাফত আলী বাচ্চু বলেন, ‘আমি কেন তাঁর বিরুদ্ধে মানববন্ধন করাতে যাব। যারা ভুক্তভোগী তারা অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে। সেখানে আবার হামলা হয়েছে বলেও আমি লোকমুখে শুনেছি।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এটা সুবর্ণচর উপজেলার ঘটনা। বিএনপির এক পক্ষের মানববন্ধনে অন্য পক্ষের লোকজন হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত