নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বায়েজিদে রাস্তার ফুটপাতের ওপর ভাসমান দোকানে অভিযান চালিয়ে ৬২টি চোরাই মোবাইলসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে বায়েজিদ থানাধীন আমিন টেক্সটাইল এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই মোবাইল জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতরা হলেন মো. শামীম (২৮), বেলাল হোসেন (৩২), সুমন (২৫) ও জসিম (৪৮)।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’