চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
নির্বাচনী পরীক্ষায় পাস করানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তাঁরা। এতে ১ ঘণ্টার বেশি সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরে কলেজের অধ্যক্ষ দাবি বিবেচনা করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
কলেজ সূত্রে জানা গেছে, চকরিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির নিয়মিত ও অনিয়মিত ৯৪৬ জন ছাত্রছাত্রী নির্বাচনী পরীক্ষায় অংশ নেন। ঘোষিত ফলাফলে প্রায় ৩০০ শিক্ষার্থী পাস করলেও অকৃতকার্য হন ৬০০ জন।
কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সীমান্ত বড়ুয়া বলেন, ‘নির্বাচনী পরীক্ষার প্রথমবার যখন ফল ঘোষণা হয়, তখন আমি পাস করি। দ্বিতীয়বার সংশোধিত ফলাফলের তালিকায় নাম না দেখে অবাক হই। এ রকম অনেক আছে, যাঁরা প্রথমবার পাস করলেও দ্বিতীয়বার ফেল দেখানো হয়েছে। তাই শিক্ষার্থীরা পাতানো এই ফলাফল বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। তাই ফলাফল পুনর্বিবেচনা করার জোর দাবি জানাচ্ছি।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েক শিক্ষার্থী অভিযোগ করেন, বিভাগ অনুযায়ী শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে কোচিং করেন। এবার নির্বাচনী পরীক্ষার ফলাফলে দেখেছি, যেসব শিক্ষার্থী শিক্ষকদের কাছ থেকে প্রাইভেট পড়েছে। মূলত তারাই পাস করেছে। তা ছাড়া খাতা নিরীক্ষণে শিক্ষকেরা কড়াকড়ি করেছেন। দুবার ফল ঘোষণা কলেজ কর্তৃপক্ষের গাফিলতি।
এ বিষয়ে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মুহাম্মদ মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ম্যাডাম এ বিষয়ে আলোচনা করছেন। নিয়মিত ও অনিয়মিত ৯৪৬ শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছে। কতজন ফেল করেছে, এর সঠিক তথ্য আমার কাছে নেই।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে। পরীক্ষা পরিচালনা কমিটির সঙ্গে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনী পরীক্ষায় পাস করানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তাঁরা। এতে ১ ঘণ্টার বেশি সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরে কলেজের অধ্যক্ষ দাবি বিবেচনা করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
কলেজ সূত্রে জানা গেছে, চকরিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির নিয়মিত ও অনিয়মিত ৯৪৬ জন ছাত্রছাত্রী নির্বাচনী পরীক্ষায় অংশ নেন। ঘোষিত ফলাফলে প্রায় ৩০০ শিক্ষার্থী পাস করলেও অকৃতকার্য হন ৬০০ জন।
কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সীমান্ত বড়ুয়া বলেন, ‘নির্বাচনী পরীক্ষার প্রথমবার যখন ফল ঘোষণা হয়, তখন আমি পাস করি। দ্বিতীয়বার সংশোধিত ফলাফলের তালিকায় নাম না দেখে অবাক হই। এ রকম অনেক আছে, যাঁরা প্রথমবার পাস করলেও দ্বিতীয়বার ফেল দেখানো হয়েছে। তাই শিক্ষার্থীরা পাতানো এই ফলাফল বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। তাই ফলাফল পুনর্বিবেচনা করার জোর দাবি জানাচ্ছি।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েক শিক্ষার্থী অভিযোগ করেন, বিভাগ অনুযায়ী শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে কোচিং করেন। এবার নির্বাচনী পরীক্ষার ফলাফলে দেখেছি, যেসব শিক্ষার্থী শিক্ষকদের কাছ থেকে প্রাইভেট পড়েছে। মূলত তারাই পাস করেছে। তা ছাড়া খাতা নিরীক্ষণে শিক্ষকেরা কড়াকড়ি করেছেন। দুবার ফল ঘোষণা কলেজ কর্তৃপক্ষের গাফিলতি।
এ বিষয়ে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মুহাম্মদ মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ম্যাডাম এ বিষয়ে আলোচনা করছেন। নিয়মিত ও অনিয়মিত ৯৪৬ শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছে। কতজন ফেল করেছে, এর সঠিক তথ্য আমার কাছে নেই।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে। পরীক্ষা পরিচালনা কমিটির সঙ্গে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) একটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষায় অংশগ্রহণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
৩ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্তে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এদিকে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে অভিযুক্তদের লোকজন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।
৪৩ মিনিট আগেরাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা এবং সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ‘মটো ক্লাব-৯৮’ নামে মোটরবাইক চালকদের একটি সংগঠন। আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ এবং বনানীতে বাইকারদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক অবস্থান কর্ম
৪৩ মিনিট আগে