হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় বনে লাকড়ি কুড়াতে গিয়ে হাতির আক্রমণে নারীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংরক্ষিত বনের ভেতর লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যের সেগুন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত নারীর নাম জমিলা বেগম (৩৬)। তিনি ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা গ্রামের শাহ আলমের স্ত্রী। 

স্থানীয় ও মৃত নারীর পরিবার জানায়, আজ মঙ্গলবার সকালে বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যের সেগুন বাগান এলাকায় লাকড়ি কুড়াতে যান জমিলা বেগম। বনের ভেতর লাকড়ি কুড়ানোর সময় একটি বন্য হাতির সামনে পড়েন তিনি। হাতিটি তাঁকে আক্রমণ করে শুঁড়ে তুলে আছাড় মেরে চলে যায়। খবর পেয়ে জমিরার পরিবার ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘হাতির আক্রমণে মৃতের পরিবার আবেদন করলে ক্ষতিপূরণ পেতে পারেন। ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্য বন্য হাতির আবাসস্থল হিসেবে পরিচিত। এ বনাঞ্চলে প্রবেশ করলে বন্য প্রাণীর আক্রমণ হতে পারে। বনের পাশে বাস করা লোকজন নিয়ে এ বিষয়ে নিয়মিত সচেতনতামূলক সভা করা হয়।’

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রাম থেকে পাইপে তেল নারায়ণগঞ্জে

সেকশন