লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি বিএনপির কর্মী জসিম উদ্দিন ব্যাপারী। রায়পুর উপজেলার উত্তর চরবংশী ৬ নম্বর ওয়ার্ডের হজল করিম ব্যাপারীর ছেলে তিনি।
জসিম আজ সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যান বলে পুলিশ জানিয়েছে। সাত দিন আগের এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো। গুরুতর অবস্থায় কয়েকজন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন ব্যাপারী।
গত সোমবার (৭ এপ্রিল) রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়।
ওই দিন সাইজ উদ্দিন নামে এক বিএনপি কর্মী নিহত হন। এতে অন্তত ১৫ জন আহত হয়। ১৫টি বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার তিন দিন পর নিহত সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ১৮৬ জনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এদিকে সাইজ উদ্দিন হত্যার মামলার এক আসামি জলিল লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি নিজাম জানান, আজ ভোরের দিকে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
সংঘর্ষে জড়িত থাকার দায়ে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি বিএনপির কর্মী জসিম উদ্দিন ব্যাপারী। রায়পুর উপজেলার উত্তর চরবংশী ৬ নম্বর ওয়ার্ডের হজল করিম ব্যাপারীর ছেলে তিনি।
জসিম আজ সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যান বলে পুলিশ জানিয়েছে। সাত দিন আগের এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো। গুরুতর অবস্থায় কয়েকজন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন ব্যাপারী।
গত সোমবার (৭ এপ্রিল) রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়।
ওই দিন সাইজ উদ্দিন নামে এক বিএনপি কর্মী নিহত হন। এতে অন্তত ১৫ জন আহত হয়। ১৫টি বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার তিন দিন পর নিহত সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ১৮৬ জনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এদিকে সাইজ উদ্দিন হত্যার মামলার এক আসামি জলিল লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি নিজাম জানান, আজ ভোরের দিকে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
সংঘর্ষে জড়িত থাকার দায়ে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দরপত্র জমা না পড়ায় বাংলা ১৪৩২ সালের হাটবাজার ইজারায় ১২টি হাটবাজার খাস আদায়ে উন্মুক্ত ডাক হয়েছে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের হলরুমে খাস আদায়ে এ ডাক অনুষ্ঠিত হয়। এর আগে গত ৩ বছরে হাটবাজার ইজারার গড় টাকার ৬ শতাংশ বৃদ্ধি ধরে সম্প্রতি নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারা দরপত্র...
২০ মিনিট আগে১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
৬ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
৬ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
৭ ঘণ্টা আগে