Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কচুয়ায় মাইক্রো-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ 

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

কচুয়ায় মাইক্রো-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ 

চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া আঞ্চলিক সড়কে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সঞ্জিত শীল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে কচুয়া উপজেলার কালচোঁ মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সঞ্জিত শীল ডুমুরিয়া গ্রামের পশ্চিম শীল বাড়ির স্বপন শীলের ছেলে। ডুমুরিয়া বাজারে স্টুডিও এবং কসমেটিকস ব্যবসা করতেন তিনি। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার আকানিয়া গ্রামের আব্দুল মমিনের স্ত্রী তুহিন বেগম (৩৬), ধড্ডা গ্রামের বজলুর রহমানের ছেলে শাহআলম (২৫) ও শ্রীরামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে সিএনজি ড্রাইভার জহির (৫০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা কচুয়াগামী সিএনজি কালচোঁ মসজিদ এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই গুরুতর আহত চারজনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জিতকে মৃত ঘোষণা করেন। 

এদিকে দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার মুহূর্তে হাজীগঞ্জ থানা-পুলিশ আটক করে। 

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, নিহত ও আহত ব্যক্তিদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার