হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক সপ্তাহের মধ্যে উন্মুক্ত হবে বান্দরবানে পর্যটক ভ্রমণ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

এক সপ্তাহের মধ্যে বান্দরবান ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এই কথা জানান।

এ সময় তিনি বলেন, ‘পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করায় বান্দরবানের পর্যটন শিল্প বন্ধ হয়ে যাওয়ায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আগামী এক সপ্তাহের মধ্যে বান্দরবানে পর্যটকদের ভ্রমণে আর কোন বাধা থাকবে না।’

শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, ‘আমরা স্থানীয় পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের সঙ্গে মতবিনিময় শেষে তাদের উল্লেখযোগ্য পয়েন্টগুলো আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাব এবং খুব দ্রুত সময়ে বান্দরবানের ৭টি উপজেলায় পর্যটকেরা ভ্রমণ করতে পারবেন।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘প্রথম পর্যায়ে বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। আর এরপরে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণের সুযোগ দেওয়া হবে।’

সভায় পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, র‍্যাব ১৫ এর বান্দরবানের কোম্পানি ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, বান্দরবান সেনা রিজিয়নের মেজর মো. শায়েখউজ জামান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিনসহ সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এর আগে অনিবার্য কারণ দেখিয়ে গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান ভ্রমণে পর্যটকদের বিরত থাকার নির্দেশনা প্রদান করে জেলা প্রশাসন। ফলে জেলার সাত উপজেলার হোটেল-মোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়েন এই শিল্পের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন