Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগতির মেঘনা নদীতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগতির মেঘনা নদীতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা আগামী ৪ অক্টোবর মধ্য রাত থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। এই ২২ দিন সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর (বুধবার) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরই অংশ হিসেবে রামগতি উপজেলার মেঘনা নদীতে জাটকা ও মা ইলিশ রক্ষায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুত একদম নিষিদ্ধ। জেলেদের সচেতন করার জন্য নদী ও উপকূলবর্তী এলাকায় মাইকিং, পোস্টারিংসহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞার সময় প্রত্যেক জেলেকে ৪০ কেজি হারে খাদ্য সরবরাহ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন নদীতে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত প্রত্যেক জেলেকে ৪০ কেজি হারে খাদ্যসহায়তা দেওয়া হবে। 

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক