চাঁদপুরে স্কুলছাত্রীকে ইভটিজিং করার অপরাধে তিন যুবককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।
দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন–জুম্মান, সিয়াম ও কাউছার। তারা সদর উপজেলার হামানকর্দি গ্রামের বাসিন্দা।
ইউএনও সাখাওয়াত জামিল সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রীকে উত্ত্যক্ত করা, অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও হুমকি দেওয়ার অপরাধে তিন বখাটের প্রত্যেককে এক মাস (৩০ দিন) করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।’
তিনি বলেন, ‘স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করা ও নানাবিধ ভয়ভীতি প্রদর্শন সামাজিক ও ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে সদর উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। প্রত্যাশা করছি, অপরাধীরা সাজাভোগ শেষে আলোকিত জীবনে প্রত্যাবর্তন করবে।’
এ সময় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম, বিদ্যালয়ের শিক্ষকসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।