Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগড়ে সাবেক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

রামগড়ে সাবেক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে সাবেক এক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহত আতাউল করিম শিবলু (৩৮) রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রামগড় পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তৈছালপাড়া এলাকার বাসিন্দা নুরুল করিমের ছেলে ও ওই এলাকার সাবেক কমিশনার রেজাউল করিম ফোরকানের ছোট ভাই তিনি।

পুলিশ বলছে, রাতের কোনো এক সময় শিবলু আত্মহত্যা করেছেন। তাঁর স্ত্রী সন্তান ঢাকা অবস্থান করছেন এবং তিনি একা ঘরে ছিলেন। সকালে তাঁর স্ত্রী বেশ কয়েকবার ফোন দিয়ে স্বামীর কোনো সাড়া না পেয়ে নিহতের বড় ভাইকে জানায়। দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে পুলিশ ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

নিহতের বড়ভাই রেজাউল করিম ফোরকান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে দুই ভাই এক সঙ্গে ভাত খেয়েছি। পরে সে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। তবে সে (শিবলু) বেশ কয়েক বছর মানসিক সমস্যায় ভুগছিলেন, যার চিকিৎসাও চলছিল।’

রামগড় থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে মৃতদেহ খাগড়াছড়ি মর্গে পাঠানো হয়েছে।’

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী