Ajker Patrika

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

  • খুচরা দোকান থেকে ভোজ্যতেল উধাও হয়ে গেছে।
  • বাড়তি দামে তেল কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা।
নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করে দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম সার্কিট হাউসে গতকাল মঙ্গলবার ভোজ্যতেল এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়ে আমদানিকারক, ডিলার, ট্রেডার্স, ক্যাব, ছাত্রনেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে বিশেষ টাস্কফোর্স কমিটি মতবিনিময়ে এ সিদ্ধান্তের কথা জানান মেয়র।

সিটি মেয়র বলেন, নিত্যপণ্যের মধ্যে ভোজ্যতেলের দামের অস্থিরতা এখনো বন্ধ হয়নি। খুচরা দোকান থেকে ভোজ্যতেল উধাও হয়ে গেছে। রমজানের এ সময় ভোক্তারা বাড়তি দামে তেল কিনতে হিমশিম খাচ্ছেন। তাই আমদানিকারক, খাতুনগঞ্জের ব্যবসায়ী ও ভোক্তা-অধিকারের সম্মতিক্রমে প্রতি লিটার খোলা সয়াবিন মিলগেটে ১৫৩, খাতুনগঞ্জের ট্রেডার্স পর্যায়ে ১৫৫ টাকা। বাজারে প্রতি লিটার খুচরা সয়াবিন তেল সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি দামে বিক্রি করা হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ভোজ্যতেলের সংকট চলছে চট্টগ্রামে। খোলাবাজারে খুচরা তেল সর্বোচ্চ ১৬০ টাকা বিক্রি হতে পারে। ১০ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের আইনবিষয়ক সম্পাদক ও চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জানান, শুধু জনসমক্ষে দাম নির্ধারণ করে দিলেই হবে না, তেলের মিলমালিকেরা এ দাম না মানলে এবং নির্ধারণ করা দাম সামনে রেখে ডিও ইস্যু না করলে মেয়রের নির্ধারিত খোলা সয়াবিন তেলের দাম কার্যকর হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত