Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

উল্টো পথে সিএনজি, কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল পরীক্ষার্থীর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

উল্টো পথে সিএনজি, কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল পরীক্ষার্থীর

লক্ষ্মীপুরে একটি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে বাবার সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই সন্তানের মা মাহবুবা সুলতানা (২৬)। আজ শুক্রবার দুপুর সোয়া ১টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ হাজীপুর শাহী জামে মসজিদের সামনে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনায় নিহত হন তিনি। 

এ দুর্ঘটনায় মারাত্মক গুরুতর আহত অবস্থায় নিহতের বাবা মাহবুব আলম ও সিএনজি অটোরিকশা চালককে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক মো. মোশাররফ হোসেন। নিহত মাহবুবা সুলতানা রামগঞ্জ উপজেলার আথাকরা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ আলমের স্ত্রী। 

স্থানীয়রা বলছে, লক্ষ্মীপুর থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজিচালক দক্ষিণ হাজীপুর মসজিদের সামনের মোড়ে এসে সড়কের ডানপাশে চলে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাহাবুবা সুলতানার মৃত্যু হয়েছে। অপর আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

নিহত মাহাবুবা সুলতানার দেবর ইয়াসিন আরাফাত বলেন, ‘সকালে আমার ভাবি তাঁর বাবার সাথে পরীক্ষা দিতে যায়। তারপর আমরা দুর্ঘটনার খবর জানতে পারি।’ 

এ বিষয়ে রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের আত্মীয়দের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক