Ajker Patrika

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৯: ০৯
শহীদুল আলম। ছবি; সংগৃহীত
শহীদুল আলম। ছবি; সংগৃহীত

বৈষম্যবিরোধী পরিচয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে শহীদুল আলম (৩২) নামের এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার উপজেলার ইছানগর বাজার থেকে তাঁকে তুলে নিয়ে যায় একদল লোক। তবে ৫ ঘণ্টা পর রাত আড়াইটার দিকে শহীদুলকে নগরীর কোতোয়ালি এলাকায় ছেড়ে দেওয়া হয়।

শহীদুল আলম ওই উপজেলার ইছানগরের বাসিন্দা এবং মাছ ব্যবসায়ী।

শহীদুল আলম গণমাধ্যমকে জানান, ‘অটোরিকশায় থাকা লোকজন নিজেদের মহানগর বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দেয়। আমাকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে অটোরিকশাটি। পরে আমাকে আরেকটি দলের কাছে হস্তান্তর করা হয়। তারা আমার ফেসবুক আইডি চেক করে বৈষম্যবিরোধী আন্দোলনবিরোধী কোনো পোস্ট করেছি কি না, যাচাই করে।’

শহীদুল আলম বলেন, ‘ফেসবুক আইডিতে তেমন কিছু না পেয়ে তারা প্রথমে পাঁচ লাখ টাকা ও পরে তিন লাখ টাকা দাবি করে। টাকার জন্য আমি তাদের বিকাশ নম্বর দিতে বলি এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাই। এ সময় তারা টাকা না নিয়ে আমাকে আরেকটি রিকশায় তুলে দেয়।’ তাঁর ধারণা, এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের লোকজন এমন করতে থাকতে পারে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত প্রায় ১১টার দিকে ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বাজার থেকে বাড়ি ফিরছিলেন শহীদুল। এ সময় তিনটি সিএনজিচালিত অটোরিকশায় করে ১২ থেকে ১৫ জন লোক থানায় নিয়ে যাওয়ার কথা বলে তাঁকে তুলে নিয়ে যায়।

পরে শহীদুলকে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়। তাঁর পরিবারের লোকজন কর্ণফুলী থানা-পুলিশকে বিষয়টি জানায়। পরে দিবাগত রাত আড়াইটার দিকে শহীদুলকে নগরীর কোতোয়ালি থানা এলাকায় ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার পর কোতোয়ালি থানা ও কর্ণফুলী থানার যৌথ তৎপরতায় শহীদুলকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে অপরাধী চক্র। অপরাধীদের শনাক্তের কাজ চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত