কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুতে ঝোপঝাড় থেকে জাফর আলম (৪৫) নামে এক ইজিবাইকচালকের হাত, পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা দেড়টার দিকে রামুর রাবারবাগান এলাকার পশ্চিম পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জাফর আলম কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের করিম সিকদার পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের ধারণা, জাফর আলমকে অন্য কোথাও হত্যা করে মহাসড়কের পাশে ঝোপঝাড়ে ফেলে রাখা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের হাত, পা ও মুখ বাঁধা ছিল। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।