Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে এক বছরে ১১টি ট্রান্সফরমার চুরি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডে এক বছরে ১১টি ট্রান্সফরমার চুরি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গত এক বছরে ১১টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৪টি এবং চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে থাকা ৭টি ট্রান্সফরমার। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হলেও এখনো জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

চট্টগ্রাম পল্লি বিদ্যুৎ সমিতির-৩ এর মহাব্যবস্থাপক নূর মো. আজম মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিটি ট্রান্সফরমার চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি পুলিশ। জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লীবিদ্যুৎ সমিতির-৩ এর সূত্রে জানা যায়, গত এক বছরে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয় এলাকা থেকে তিনটি ও বাড়বকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে একটি এবং পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর অধীনস্থ এলাকা থেকে ৭ টিসহ মোট ১১টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়ার ট্রান্সফরমারগুলোর বর্তমান মূল্য প্রায় ১০ লাখ টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ট্রান্সফরমার চুরি হলে এর খরচ সরকার বহন করে। কিন্তু পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি হলে এর অর্ধেক খরচ গ্রাহককে বহন করতে হয়। 

এদিকে বাড়বকুণ্ড রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, রেলস্টেশনের উত্তরপাশে বিদ্যুৎ সঞ্চালনের দুটি খুঁটিতে তিনটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ঝুলে আছে। খুঁটি দুটির মাঝখানের ট্রান্সফরমারটি নেই। 

স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, ‘তিন থেকে চার মাস আগে রেলস্টেশনের ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে। এরপর নতুন করে এখনো ট্রান্সফরমার বসানো হয়নি।’ 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, ‘গত এক বছরে আমার অধীনস্থ এলাকা থেকে তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ট্রান্সফরমারগুলোও উদ্ধার হয়নি।’ 

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ট্রান্সফরমার চুরির মামলায় তদন্ত চলছে। ট্রান্সফরমার চুরির পর যন্ত্রপাতিগুলো বিভিন্ন খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়। সে জন্য এই চোর চক্রকে ধরতে কিছুটা সময় লাগছে।’ 

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি