Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক মাস পর বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা উঠছে কাল

বান্দরবান প্রতিনিধি

এক মাস পর বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা উঠছে কাল
বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা উঠছে কাল। ছবি: সংগৃহীত

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আগামীকাল ৭ নভেম্বর থেকে বান্দরবানে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।

এই ঘোষণার ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পর্যটকেরা বান্দরবানের মেঘলা নীলাচল, শৈলপ্রপাত চিম্বুক, নীলগিরি প্রান্তিক লেকসহ লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণে যেতে পারবেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সেসব উপজেলা স্পটগুলোতে ভ্রমণ করতে পারবে না পর্যটকেরা। তবে পর্যায়ক্রমে সেগুলোও পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এর আগে গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলা ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন। এরপর থেকে বন্ধ হয়ে যায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। বাতিল হয়ে যায় হোটেল মোটেলের বুকিং। ফলে পর্যটন ব্যবসায়ীরা লোকসান গুনতে থাকার কারণে তারা দ্রুত পর্যটন স্পটগুলোতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অপতৎপরতার কারণে বান্দরবানের বিভিন্ন উপজেলায় দফায় দফায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। সবশেষ রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নিষেধাজ্ঞা থাকলেও ৪ উপজেলায় পর্যটক ভ্রমণের উন্মুক্ত ছিল। গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তার কারণে জেলার সব উপজেলায়ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

কুমিল্লায় খুন-ডাকাতিসহ ২১ মামলার আসামি গ্রেপ্তার

সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি, গ্রামবাসীর হাতে আটক ৫

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

সাজেকে ৪ ঘণ্টা ধরে পুড়ল রিসোর্টসহ ৯৪ স্থাপনা, পর্যটকদের যেতে মানা

চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

চট্টগ্রামে হত্যার পর লাশ গুম, ঠিকাদারের মৃত্যুদণ্ড

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি জানালেন হাসনাত

শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশুশিক্ষার্থী