লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
এ উপলক্ষে সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে করিম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে করিম টাওয়ারের সম্মেলন কক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আনিস কবির, মানবজমিনের প্রতিনিধি মো. ইউসুফ, আজকের পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি মাহবুবুল আলম মিন্টু, রামগঞ্জ উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন, শিক্ষক মাকসুদুর রহমান, ব্যবসায়ী হুমায়ুন কবির ও জসিম উদ্দিন, শরীফ হোসেন প্রমুখ।