ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে গড়ে উঠেছে অবৈধ বালুর ব্যবসা। মহাসড়কের পাশে বুধন্তী, চান্দুরা ও রামপুরসহ কয়েকটি স্থান দখল করে বালুর ব্যবসা করে আসছে একটি প্রভাবশালী মহল। নৌকা ও ট্রাকে করে স্তূপ করে রাখা হচ্ছে সড়কের পাশে। এতে বালু ছড়িয়ে পথচারীদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে সড়কে উঠে যাচ্ছে।
সড়কে উড়ন্ত বালুতে অতিষ্ঠ পথচারী, গাড়ি চালক ও মহাসড়কের পাশের ব্যবসায়ীরা। বাতাসে বালু উড়ে নষ্ট হচ্ছে হোটেলের খাবার, দোকানের মালামাল ধুলো বালিতে একাকার হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ধুলো বালিতে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছেন পথচারীরা।
পথচারী নূর মিয়া বলেন, মহাসড়কের পাশে পথচারীদের রাস্তা বন্ধ করে অবৈধভাবে এ বালুর ব্যবসা বন্ধ না করলে দুর্ঘটনা বাড়তেই থাকবে। দ্রুত এ ব্যবসা বন্ধ করার জোর দাবি জানাই। স্থানীয় কেনা গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া জানান, এলাকার কিছু প্রভাবশালী মহল বালুর ব্যবসা করে আসছে। উড়ন্ত বালুর যন্ত্রণায় লোকজন অতিষ্ঠ। রামপুর এলাকায় কাজী রহিম, কাজী দারু মিয়াসহ কয়েকজনের একটি সিন্ডিকেট অবৈধভাবে এ বালুর ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, ‘আমরা এদের নাম ঠিকানা সংগ্রহ করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’