হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেওয়ানহাটে পিলার ছাড়া এলিভেটেড করবে সিডিএ

নাজমুল হাসান, চট্টগ্রাম

দেওয়ানহাট অংশে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পিলার ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তির মুখে এ সিদ্ধান্ত নিয়েছে চউক। এই প্রযুক্তির নাম ‘প্রগ্রেসিভ ব্যালান্সড ক্যান্টিলিভার’। পৃথিবীর অনেক উন্নত দেশে বিশেষ ধরনের সেতু নির্মাণে এ পদ্ধতির ব্যবহার চোখে পড়ে। এতে বর্তমানে দেওয়ানহাট সেতুর ওপর দিয়েই এক্সপ্রেসওয়েটি চলে যাবে।

এলিভেটেডের নিচে থাকবে দেওয়ানহাট সেতু, তার নিচে মাটিতে থাকবে রেল চলাচলের ছয়টি লাইন। যে জায়গায় রেললাইন আছে, সেখানে পিলার হবে না, এটাই ‘প্রগ্রেসিভ ব্যালান্সড ক্যান্টিলিভারের’ বিশেষ বৈশিষ্ট্য। নির্মাণের সময় সারা দেশে রেল চলাচলেও সমস্যা হবে না বলে দাবি কর্তৃপক্ষের।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দেওয়ানহাটে বর্তমানে রেলওয়ে সেতুর পশ্চিম পাশ দিয়ে প্রায় ৫০০ মিটারের ওভারব্রিজটি নির্মাণ করা হবে।

চউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম হাবিবুর রহমান বলেন, ‘কনসালট্যান্ট প্রতিষ্ঠান এমআইএসটির পাশাপাশি বুয়েটের পুরকৌশল বিভাগের পাঁচজন অভিজ্ঞ অধ্যাপক যাঁরা ব্রিজ নির্মাণে খুবই পারদর্শী, তাঁরা আমাদের সঙ্গে প্রকল্পটিতে সার্বক্ষণিক কাজ করছেন। বর্তমান দেওয়ানহাট ওভারপাস এবং রেল ওভারব্রিজ বিবেচনায় রেখে নকশা করেছেন। দেওয়ানহাট ওভারপাসের প্রায় ২৩ ফুট ওপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাবে।’ 

নগর-পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার বলেন, বিশ্বের বিভিন্ন ছোট-বড় নদীর ওপর সেতু তৈরিতে ক্যান্টিলিভার মেথড কিংবা আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তিতে দুদিক থেকে দুটি পিলারে কাজ শুরু হয়। মাঝখানে পিলার করা হয় না। প্রান্তে থাকা দুটি পিলারের ওপর ভর করে সামনের দিকে কাজ এগোতে থাকে। পরে দুদিক থেকে এসে মাঝে পুরো ব্রিজটি মিলে যায়। পদ্ধতিগতভাবে এ প্রযুক্তিতে সমস্যা নেই। এতে কাঠামোটি আরও বেশি টেকসই হয়।

সিডিএর বোর্ড সদস্য ও নগর-পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান বলেন, প্রগ্রেসিভ ব্যালান্সড ক্যান্টিলিভার প্রযুক্তি ব্যবহার করে ওভারব্রিজ নির্মাণের সক্ষমতা আমাদের আছে।

উল্লেখ্য, টাইগারপাস ও লালখানবাজার অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ নিয়ে দুই মাস ধরে নগরীতে চলছে আলোচনা, সমালোচনা। দুই পাশের পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে নকশা করার দাবি জানিয়েছে সিটি করপোরেশন, পরিবেশবাদী সংগঠন, নগর-পরিকল্পনাবিদসহ নানা সামাজিক সংগঠন। বিরোধে জড়িয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও চসিক। তবে এখনো এ অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অনড় অবস্থানে চউক।

কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

টেকনাফে পরিত্যক্ত নৌকায় মিলল জি–৩ রাইফেল–কিরিচ

মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গাকে উদ্ধার, গ্রেপ্তার ৩

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার

সেকশন