Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৮ দিন পর অপহৃত শিশুসহ অপহরণকারী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

১৮ দিন পর অপহৃত শিশুসহ অপহরণকারী গ্রেপ্তার

ফেনী থেকে অপহৃত এক কন্যাশিশুকে ১৮ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ার্লেস কলোনি থেকে অপহরণকারী মো. আলাউদ্দিন ওরফে রাসেলকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি বিকেলে ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার ১১ বছরের এক কন্যাশিশু পার্শ্ববর্তী এলাকায় ব্যাডমিন্টন খেলবে বলে বাসা থেকে বের হয়। পরে রাত পর্যন্ত শিশুটি বাসায় না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে ফেনী মডেল থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির মা। পরে বিষয়টি র‍্যাবকে জানালে র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে অপহৃত শিশুটি চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ারলেস কলোনির জনৈক মো. আব্দুর রহমানের ভাড়া বাসায় অবস্থান করছে। 

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, বুধবার রাতে র‍্যাবের একটি দল চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ারলেস কলোনিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মো. আলাউদ্দিন ওরফে রাসেলকে আটক করে র‍্যাব। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী আরও জানান, আটক আসামি ও উদ্ধারকৃত শিশুটিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. আলাউদ্দিন ওরফে রাসেল ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের মফিজুর রহমান মফিজের ছেলে। 

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক