Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বকাঝকার প্রতিশোধ নিতে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বকাঝকার প্রতিশোধ নিতে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে বায়েজিদে বকাঝকার প্রতিশোধ নিতে প্রতিবেশী পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার নগরীর বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকায় ওই শিশু ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত যুবক মো. কাউসারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুটি চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। 

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা করেছে। 

মামলার এজাহার অনুযায়ী, শান্তিনগর এলাকার একটি কলোনিতে ভাড়া থাকেন ভুক্তভোগী শিশুর বাবা-মা। গতকাল বুধবার বিকেলে কর্মস্থল থেকে ফেরার পর তাঁরা শিশুটির শরীর থেকে রক্ত পড়তে দেখেন। পরে মেয়েটির ইশারায় অভিযুক্ত যুবকের ব্যাপারে নিশ্চিত হয়। পরে শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তির পর স্থানীয়দের সহায়তায় কাউসারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। 

ভুক্তভোগী শিশুর মা জানান,  দশদিন আগে একই কলোনির ভাড়াটিয়া মো. মাসুমের ছেলে কাউসার বন্ধুদের সঙ্গে নিয়ে আগুন পোহায়। এ সময় পুড়ে যাওয়া পলিথিনের একটি অংশ ভুক্তভোগী শিশুটির পায়ে পড়ে। এ ঘটনায় শিশুটির মা বকাঝকা করেছিলেন কাউসারকে। এতে ক্ষিপ্ত হয়ে কাউসার এই ঘটনা ঘটিয়েছে।

সৈকতের বুকে বাড়ি পুকুর, চুপ প্রশাসন

পানছড়িতে দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে গৃহবধূ নিহত

কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি, পাবেন না সুযোগ-সুবিধা

২৫০ টাকার জন্য মারামারি, প্রাণ গেল দলিল লেখকের

৯৪৬ শিক্ষার্থীর ৬০০ ফেল, পাস করানোর দাবিতে মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে পোষা কুকুর দিয়ে হরিণ শিকার, পরে বনে অবমুক্ত

কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক