Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাগরে পাঁচ দিন ভেসে থাকার পর ১৩ জেলেসহ ফিশিং ট্রলার উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সাগরে পাঁচ দিন ভেসে থাকার পর ১৩ জেলেসহ ফিশিং ট্রলার উদ্ধার

গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে বিকল হয় ইঞ্জিন। এরপর ৫ দিন ধরে সাগরে ভাসতে থাকে এমভি হাওলাদার নামে ফিশিং ট্রলারটি। একপর্যায়ে জোয়ারে ভাসতে ভাসতে আসে মোবাইল নেটওয়ার্কের মধ্যে। পরে সংবাদ পেয়ে প্রযুক্তি ব্যবহার করে ১৩ জেলেসহ ট্রলারটি উদ্ধার করে নোয়াখালী হাতিয়ার ভাসানচরের কোস্টগার্ড। 

রোববার গভীর রাতে হাতিয়ার পূর্বপাশে গাংঘুরিয়ার চরের দক্ষিণ পাশে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয় ট্রলারটি। রাতে উদ্ধার হওয়া ফিশিং ট্রলারটি টেনে ভাসানচর নিয়ে আসে কোস্টগার্ডের একটি টিম। উদ্ধার হওয়া এমভি হাওলাদার নামের ওই ফিশিং ট্রলারটি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার। 

হাতিয়া কোস্টগার্ড জানায়, মোবাইলে সংবাদ আসে একটি ফিশিং ট্রলার ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে। প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় এটি হাতিয়ার পূর্বপাশে গাংঘুরিয়ার চরের নিকটে সাগরের মধ্যে রয়েছে। সাথে সাথে উদ্ধারের জন্য বলা হয় ভাসানচর কোস্টগার্ডকে। তাঁরা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে গভীর সাগর থেকে ট্রলারটি উদ্ধার করে ভাসানচর নিয়ে যায়। 

সাগরে বাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ডউদ্ধার হওয়া ট্রলারের মাঝি এমাজল হক (৫০) জানান, গত ২৮ নভেম্বর তাঁরা পাথরঘাটা থেকে মাছ শিকারের জন্য সাগরে যায়। দুদিন পর অর্থাৎ ৩০ নভেম্বর তাদের ট্রলারের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এরপর থেকে তাঁরা সাগরের ভাসতে থাকে। সাগরের ভাসতে ভাসতে ৫ দিন পর রোববার বিকেলে মোবাইলে নেটওয়ার্ক পেয়ে পাথরঘাটার ট্রলারের মালিকের সঙ্গে যোগাযোগ করে। মালিকের দেওয়া তথ্য মোতাবেক ভাসানচর কোস্টগার্ড রোববার রাতে তাদের উদ্ধার করে ভাসানচরে নিয়ে আসে। 

এমাজল মাঝি জানায়, ট্রলারে তিনিসহ ১৩ জন জেলে ছিলেন। তাদের সবার বাড়ি পাথরঘাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। ট্রলারটির মালিক পাথরঘাটা উপজেলার মো. সোহাগ হাওলাদার। ভাসানচরে অবস্থান করে ইঞ্জিন মেরামত করে বাড়ি ফেরার চিন্তা ভাবন আছে তাদের। ট্রলারে থাকা ১৩ মাঝি মাল্লার সবাই সুস্থ আছে বলে জানান তিনি। 

এ ব্যাপারে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া জেলেদের ভাসানচর কোস্টগার্ড ক্যাম্পে রাখা হয়েছে। জেলেদের অনেকে মানসিক ভাবে ভেঙে পড়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ভাসানচর কোস্টগার্ডের তত্ত্বাবধানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ