চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বালুবাহী একটি জাহাজের ধাক্কায় টিটু-১৪ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় সাতজন নাবিক-ক্রু নিখোঁজ হয়েছেন। আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে বহির্নোঙরে পার্কিচর এলাকার দিকে এই জাহাজডুবির ঘটনা ঘটে।
কোস্ট গার্ডের অপারেশন স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আশফাক বিন ইদ্রিস এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘বালুবাহী জাহাজের ধাক্কায় টিটু-১৪ জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজের পাঁচজন নাবিককে উদ্ধার করেছি। আরও একজন নাবিক পাশের একটি জাহাজে উঠেছেন বলে শুনেছি।’
নিখোঁজের সংখ্যার বিষয়ে তিনি বলেন, ‘ঠিক কতজন জাহাজটিতে ছিলেন এটা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা জেনেছি, জাহাজটিতে ১২ থেকে ১৩ জন নাবিক-ক্রু ছিলেন। সেই হিসাবে এখনো সাতজন নাবিক-ক্রু নিখোঁজ রয়েছেন।’