নোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে হাউজিং আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অপরজনের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাউজিং আবাসিক এলাকার বালুর মাঠে অভিযান চালায় সুধারাম মডেল থানা-পুলিশ। এ সময় রাজনৈতিক মামলায় দীর্ঘ দিন পলাতক থাকা আসামি মিজানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।