হোম > সারা দেশ > চট্টগ্রাম

কবিরহাটে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে পুকুরে ডুবে মো. হামদাদ (৭) ও হাসান (৬) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বাটইয়া ইউনিয়নের দক্ষিণ গাজীরবাগ মসজিদের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। তারা দক্ষিণ গাজীরবাগ গ্রামের হাসান আলী জমদার বাড়ির মাওলানা হারুনের ছেলে।

এলাকাবাসী জানায়, ছয় ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট হাসান, তার এক বছরের বড় হামদাদ। হাসান স্থানীয় একটি কিন্ডারগার্টেনে নার্সারিতে এবং হামদাদ প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। স্কুল শেষে বাড়ি ফিরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে মসজিদের পাশে খেলতে যায় দুই ভাই। একসময় মসজিদের পুকুরে পড়ে ডুবে যায় তারা।

এলাকাবাসী আরও জানায়, পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুই শিশুর প্রতিবেশী মো. সোলায়মান বলেন, ছয় ভাইয়ের মধ্যে ছোট ছিল হাসান, তার বড় হামদাদ। বিকেলে পারিবারিক কবরস্থানে দুজনের লাশ দাফন করা হয়।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন