Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি গ্রেপ্তার

কুমিল্লা থেকে চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে যুবদলের সভাপতিকে কুমিল্লায় গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তারপর সকালে তাঁকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। গত সোমবারের সংঘর্ষের ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

এই ঘটনায় ২৪ জন ও মামলা হওয়ার পর একজনসহ এখন পর্যন্ত ২৫ জনকে চার মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

মোশারফ হোসেন দিপ্তীর মেয়ে মার্জিয়া জাবিন বলেন, ‘বুধবার উচ্চ আদালতে একটি মামলায় তার হাজিরা দেওয়ার কথা ছিল। সে জন্য মঙ্গলবার তিনি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।’

গত ১৬ জানুয়ারি বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করছিল নগর বিএনপি। এ সময়ে নগরের কাজীর দেউড়ি মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ১৩শ জনকে আসামি করে চারটি মামলা দায়ের করা হয়েছে।

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক