খাগড়াছড়ির রামগড়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জাহিদুল ইসলাম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে রামগড় সদরের ২০ ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল রামগড়ের পূর্ব কালাডেবা এলাকার মীর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ৩টার দিকে জাহিদ তাঁর নিয়ে মোটরসাইকেলে সোনাইপুল যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে পৌঁছালে সড়কের মধ্যে গর্তে পড়ে। এ সময় মোটরসাইকেলে থেকে ছিটকে পড়ে জাহিদ। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিমেন্টবাহী ট্রাক নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয় বাসিন্দা সুমন জানান, রামগড়ের প্রায় সব সড়কেই গর্ত। বৃষ্টি এলেই গর্তগুলো পানিতে ডুবে থেকে দুর্ঘটনা ঘটছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।