Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি সিন্ডিকেটের তথ্য ফাঁস, তদন্ত কমিটি গঠন

চবি প্রতিনিধি

চবি সিন্ডিকেটের তথ্য ফাঁস, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিন্ডিকেট সভার আগে পদোন্নতিসংক্রান্ত তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আজ মঙ্গলবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদকে প্রধান করে দুই সদস্যের এই কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ তদন্ত কমিটি গঠনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তবে, তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। 

সূত্রে জানা যায়, শুক্রবার নগরীর চারুকলা ইনস্টিটিউটে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সিন্ডিকেটের ৫৪৪ তম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় অর্ধশতাধিক অ্যাজেন্ডার ওপর আলোচনা–পর্যালোচনা হয়। তবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিসংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত আগের দিন মধ্যরাতে ফাঁস হয়ে যায়। 

রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার সেকশন অফিসার আব্দুল্লাহ আল আসাদ পদোন্নতিপ্রাপ্ত কয়েকজনকে ওই মধ্যরাতে অভিনন্দন জানিয়ে হোয়াটস অ্যাপে বার্তা পাঠানোর অভিযোগ ওঠে। পদোন্নতিপ্রাপ্ত অন্তত পাঁচজন আগের রাতে ওই কর্মকর্তার অভিনন্দন বার্তা পেয়েছেন বলে জানা যায়। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার সেকশন অফিসার আব্দুল্লাহ আল আসাদ বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি অফিসের কাজে ব্যস্ত আছেন বলে জানান। 

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি