Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবদুল করিম সাহিত্যবিশারদের চেতনাকে এগিয়ে নেওয়ার আহ্বান সাহিত্যিক সেলিনা হোসেনের

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

আবদুল করিম সাহিত্যবিশারদের চেতনাকে এগিয়ে নেওয়ার আহ্বান সাহিত্যিক সেলিনা হোসেনের

প্রাচীন বাংলা পুথি সাহিত্যের গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের সার্ধশত জন্মবর্ষ উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, আবদুল করিম সাহিত্যবিশারদের চেতনা ধারণ করে পটিয়াসহ সারা দেশ আলোকিত হবে। এ রকম একজন অসাধারণ মানুষকে তাঁর দীপ্ত চেতনার যে আলোকিত উৎস গণমানুষের জীবনকে ধন্য করেছে তা সর্বত্র পৌঁছে দেওয়া প্রত্যেকের দায়িত্ব। এ দায়িত্ব নিয়ে সবাই যখন এগিয়ে যাবে তখন মনে হবে আবদুল করিম সাহিত্যবিশারদ শুধু একজন ব্যক্তিমাত্র নয়। তিনি একজন ইতিহাস ঐতিহ্যের মানুষ যাকে ধারণ করে জাতি তাঁর সমগ্র চেতনাকে অগ্রগামী করে সুদূর পথে এগিয়ে যাওয়ার চিন্তা করছে। 
 
সেলিনা হোসেন আরও বলেন, ভাষা আন্দোলনের সঙ্গে আবদুল করিম সাহিত্যবিশারদের নাম উচ্চারিত হোক। কারণ, তিনি বলেছেন—ঐতিহ্য সম্পর্কবিহীন সংস্কৃতি সাধনা অসম্ভব। আমরা শুধু একুশে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছেন তাঁদের নাম স্মরণ করব এবং একুশে ফেব্রুয়ারি উদ্‌যাপন করব এটা আমাদের জীবনের একমাত্র ধারণ করার জায়গা নয়। আমরা কোনো আবদুল করিম সাহিত্যবিশারদকে ঐতিহ্যের ধারাবাহিকতায় সামনে নিয়ে এসে দাঁড় করাব না। আমরা আবদুল করিম সাহিত্যবিশারদকে মনে রাখব বাংলা ভাষার একজন পথিক হিসেব যিনি আমাদের মাঝে পুথি সংগ্রহের মাধ্যমে শিল্প সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এসব জায়গাগুলো পূর্ণ হবে আমাদের প্রজন্মের দ্বারা, যারা বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করবে। 

তিনি আজ ১ জানুয়ারি শনিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে আবদুল করিম সাহিত্যবিশারদ সার্ধশত জন্মবর্ষ উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আবদুল করিম সাহিত্যবিশারদ: জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে সেলিনা হোসেন এ বক্তব্য রাখেন
 
পরিষদের চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, শিশুসাহিত্যিক কবি সুজন বড়ুয়া ও বাংলা একাডেমির পরিচালক, প্রাবন্ধিক-গবেষক ড. তপন বাগচী। স্বাগত বক্তব্য রাখেন—পরিষদের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কবি শেখর নাথ পিন্টু। আলোচনা করেন—চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল আলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান ও প্রাবন্ধিক-গবেষক অধ্যক্ষ শিমুল বড়ুয়া। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের মহাসচিব অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু ও সমন্বয়ক শিবুকান্তি দাশ। 

সেমিনারে প্রাচীন পুথি ও সাহিত্যবিশারদ সম্পর্কিত পুস্তক প্রদর্শনীর আয়োজন ও সার্ধশতবর্ষের বিশেষ স্মারক ‘স্মরণপত্র’ প্রকাশ করা হয়। আবদুল করিম সাহিত্যবিশারদের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সেলিনা হোসেন। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে পটিয়া ফাউন্ডেশন। 

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক