Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় এসআই কারাগারে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় এসআই কারাগারে

লক্ষ্মীপুরের রামগঞ্জে বৃদ্ধ চাচাতো ভাইকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় নোয়াখালী পুলিশ লাইনসে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ উল্যা রিপনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ মঙ্গলবার রাত ৮টায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তাঁকে সাময়িক বরখাস্ত করে পুলিশ হেফাজতে নিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয় বলেও জানান ওসি। মোহাম্মদ উল্যা রিপন নোয়াখালী পুলিশ লাইনস রিজার্ভ পুলিশের এসআই হিসেবে কর্মরত ছিলেন। 

জানা যায়, রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামে গত শনিবার দুপুরে পুকুরের মাছ ধরার পর ভাগ বাঁটোয়ারাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে নোয়াখালী জেলায় কর্মরত পুলিশের এসআই মোহাম্মদ উল্যা রিপন তাঁর জ্যাঠাতো ভাই শহীদ উল্যাকে (৬৫) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। বর্তমানে শহীদ উল্যা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে মো. সাইফুল ইসলাম।

এ ঘটনায় আহত শহীদ উল্যার ছেলে সাইফুল ইসলাম ওই পুলিশ সদস্যসহ ৫ জনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনা জানাজানির পর অভিযুক্ত পুলিশ সদস্য রিপনকে নোয়াখালী জেলা পুলিশ সুপার সাময়িক বরখাস্ত করে পুলিশ হেফাজতে পাঠান। পরে গতকাল সোমবার আদালতে প্রেরণ করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। 

এ মামলায় আমানত উল্লাহ নামের অপর এক অভিযুক্তকেও কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক।

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত