সাংগঠনিক নিস্ক্রিয়তার অভিযোগে চাঁদপুর জেলা যুবদলের সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় যুগ্ম সম্পাদক নুরুল আমিন খান আকাশকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল পাটওয়ারীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে রোববার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (সহসভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার কেন্দ্রীয় যুবদলের বিবৃতির মাধ্যমে জানতে পারি, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ (সোমবার) যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল পাটওয়ারীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। কেন্দ্রের সিদ্ধান্তকেই সম্মান করে আমাদের রাজনীতি করতে হবে।’