Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্দ্বীপে ১১৯ নির্বাচনী কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে ১১৯ নির্বাচনী কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আগামীকাল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ১২টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের ভোট গ্রহণ করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন অফিস। নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি ইউনিয়নে একদিকে চলছে নির্বাচনী আমেজ। এরই সঙ্গে অন্যদিকে রয়েছে নির্বাচনী সংঘর্ষ বা সহিংসতা ঘটনা ঘটার শঙ্কা। 

এই উপজেলার ১১৯টি কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে ৩-৪টি ইউনিয়নে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচন নিয়ে গতকাল রাতে রহমতপুর ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হয়েছেন। 

সন্দ্বীপ উপজেলায় ১২টি ইউনিয়নে ১১৯টি কেন্দ্রের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীউপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘সন্দ্বীপে ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে ১২ ইউনিয়নে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। ১২ প্লাটুন র‍্যাব, বিজিবি, কাস্ট গার্ড সার্বক্ষণিক টহলে থাকবে। প্রতি কেন্দ্রে একজন পুলিশ অফিসারের নেতৃত্বে চারজন কনস্টেবল এবং এক প্লাটুন আনসার বাহিনীর সদস্য থাকবে। 

উল্লেখ্য, ১২ ইউনিয়নের মধ্যে সারিকাইত, মগধরা, বাউরিয়া ও হারামিয়া এই ৪ ইউনিয়নে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। বাকি ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোট ১৮ জন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট-৯৮ জন প্রার্থীর মধ্যে একজনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সাধারণ সদস্য পদে মোট ৪১৩ জন প্রার্থীর মধ্যে একজনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। 

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত