Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক মামলায় মা-ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক মামলায় মা-ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে মাদক মামলায় মা-ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এই রায় দেন। 

দণ্ডিতরা হলেন মো. আইয়ুব (২২), জোহরা খাতুন (৪৫) ও নূর নাহার (৫০)। এঁদের মধ্যে জোহরা ও আইয়ুব সম্পর্কে মা-ছেলে। তাঁরা সবাই নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা। 

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছয়জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।’ 

ওমর ফুয়াদ বলেন, ‘রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। তিনজনই জামিনে গিয়ে পলাতক রয়েছে। তাঁদের বিরুদ্ধে সাজা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’ 

মামলার নথি থেকে জানা যায়, নগরীর বাকলিয়া থানার ড্রামপট্টি এলাকার একটি বাসায় ২০২১ সালের ১ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরের বছরের ১৬ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক