বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য সমাবেশ আন্দোলন করায় সাবেক ছাত্রদল নেতা মো. জিসান সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার মাতুর বাড়ি চৌরাস্তা মোড় থেকে তাঁকে আটক করে বাঞ্ছারামপুর থানা-পুলিশ।
বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর রশিদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। আমাদের সহকর্মীকে আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখন কোনো কিছু বলতে পারি না। সবকিছু জেনে জানাব।’