Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫০ হাজার ধাতব মুদ্রা দিয়ে তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

রামু (কক্সবাজার) প্রতিনিধি

৫০ হাজার ধাতব মুদ্রা দিয়ে তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

কক্সবাজারের রামুতে ৫০ হাজার ধাতব মুদ্রা (পয়সা) দিয়ে তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় রামু উপজেলার শহীদ মিনার চত্বরে ‘বঙ্গবন্ধু সবার’ শিরোনামে ধাতব মুদ্রা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির এ কাজ শুরু হয়। 

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ৫০ হাজার ধাতব মুদ্রা দিয়ে বঙ্গবন্ধুর শিল্পকর্ম তৈরিসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদানে বঙ্গবন্ধুর আরও ৯৯টি শিল্পকর্ম তৈরি করা হবে। রামু উপজেলার মেরংলোয়ার সন্তান তরুণ শিল্পী সাজ্জাদ হোসেন সাঈদ এসব শিল্পকর্ম তৈরি করছেন। এরই মধ্যে প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে বঙ্গবন্ধুর মুখের ১৫টি শিল্পকর্ম তৈরি করা হয়েছে। মাটি, পেরেক, সুতো ও সমুদ্রের বালু দিয়ে তৈরি চারটি শিল্পকর্মের আজ প্রদর্শনী করা হয়েছে। 

শিল্পী সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে এমন আয়োজন করেছি। ২০২২ সালের মার্চ মাসের আগেই পঞ্চাশ হাজার ধাতব মুদ্রা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির কাজ শেষ হবে বলে আশা রাখছি।’ 

সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মুদি দোকান ও বন্ধুবান্ধবের মাটির ব্যাংক থেকে তিনি পয়সা সংগ্রহ করেছেন। নিজের টাকা খরচ করে তিনি এসব শিল্পকর্ম তৈরি করছেন। শিল্পী সাজ্জাদ হোসেনের প্রত্যাশা তাঁর এমন শিল্পকর্ম তৈরির কাজে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। 

অনুষ্ঠানের উদ্বোধন করে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা তপন মল্লিক বলেছেন, ‘বঙ্গবন্ধুর প্রতি এমন ভালোবাসা প্রশংসনীয়। সবার উচিত সহযোগিতায় এগিয়ে আসা। শিল্পীকে যথাযথ মর্যাদা না দিলে এমন কাজ ভবিষ্যতে হবে না।’ 

শিক্ষক সুমথ বড়ুয়া বলেন, ‘নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পৌঁছে দিতে আরও নানামুখী উদ্যোগ নেওয়া দরকার। সাজ্জাদ হোসেন আমার ছাত্র। সে প্রতিভাবান ছেলে।’ 

উল্লেখ্য, শিল্পী সাজ্জাদ হোসেন এর আগে ১০ হাজার ধাতব মুদ্রা দিয়ে বঙ্গবন্ধুর অবয়ব তৈরি করেছিলেন। যা ঢাকার টিএসসিতে প্রদর্শিত হয়েছিল।

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক