বান্দরবানের থানচিতে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। আজ বুধবার (২২ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বলিপাড়া বাজারে এই আগুন লাগে। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট। বাজারের একটি রেস্টুরেন্টের চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বলিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, ‘আগুনে বাজারের প্রায় ৭৫টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকার বেশি হবে।’