Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে ইঞ্জিন বিস্ফোরণ: নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে ইঞ্জিন বিস্ফোরণ: নিখোঁজ জেলের লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণের ঘটনার দুদিন পর নিখোঁজ এক জেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার নগরের পতেঙ্গা মডেল থানাধীন নেভাল সংলগ্ন ওয়াটার বাস টার্মিনালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আব্দুল জলিল (৪০) মহেশখালী পৌরসভার ঘোনারপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি এলাকাটির আনছারুল করিমের মালিকানাধীন ফিশিং বোটের শ্রমিক ছিলেন। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ওই জায়গায় লাশটি ভাসতে দেখে প্রত্যক্ষদর্শীরা থানায় সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। নিহতের বড় ভাই আব্দুল আজিম তাঁর ভাইয়ের লাশটি শনাক্ত করেছেন। 

তিনি জানান, গত ২৮ মার্চ দুপুরে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের বে-ওয়ান ক্রুজ শিপের পাশে নোঙর করা একটি ট্রলারে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর আব্দুল জলিল নিখোঁজ ছিলেন। 

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন আহত হয়েছেন। দগ্ধরা হলেন—জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫), এমরান (২৮)। এর মধ্যে প্রথম তিনজনের শরীরের ৮০–৮৫ শতাংশ পুড়ে গেছে।

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি