Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে ইয়াবা উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ইয়াবা উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. জসিম (২৮)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার ২ নম্বর হ্নিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পালখালি এলাকার মৃত বশির আহমদের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৩ সালের ১ এপ্রিল র‍্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের বড় স্টেশন সুন্দরবন আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় আসামি জসিমকে আটক এবং ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি তদন্ত করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুল হক। তিনি তদন্ত শেষে ২০২৩ সালের ২৩ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।

সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী বলেন, মামলাটি চলমান অবস্থায় আদালত সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণ, আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়া এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এই রায় দেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন না।

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত