Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় ধরা পড়লো ১৫০ কেজির হাঙর, ৪৫ হাজার টাকায় বিক্রি

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

মেঘনায় ধরা পড়লো ১৫০ কেজির হাঙর, ৪৫ হাজার টাকায় বিক্রি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মেঘনা নদীতে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি হাঙর। পরে সেটি কেটে বিক্রি করা হয়। শুক্রবার সকালে উপজেলার হরিশপুর ২ নম্বর ঘাটে জেলেরা মাছটি আনার পরপরই স্থানীয় মাছ ব্যবসায়ীরা এটি ৪৫ হাজার টাকায় কিনে নেন। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাছটি বিক্রি হয়ে যায়। 

এ তথ্য নিশ্চিত করেছেন সন্দ্বীপ উপজেলার মৎস্য কর্মকর্তা এমদাদুল হক। তিনি বলেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুসারে যেকোনো প্রজাতির হাঙর নিধন নিষিদ্ধ।’ তিনি আরও বলেন, ‘আজ সকালে জেলেদের জালে ১৫০ কেজি ওজনের হাঙরটি ধরা পড়ে। পরে হাঙরটি কেটে বিক্রি করে দেওয়া হয়। তবে কার জালে ধরা পড়েছে এবং এটি কারা কিনেছেন, তা জানা যায়নি।’ 

এমদাদুল হক বলেন, ‘এর আগে ৩ জানুয়ারি সন্দ্বীপ চ্যানেলে একটি ২০০ কেজি ওজনের বিশালাকৃতির শাপলাপাতা (শংকর) মাছ ধরা পড়ে। পরে সেটিকে ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। এই বিষয়গুলো তদারকির দায়িত্ব বন বিভাগের বন্যপ্রাণী বিভাগের।’ 

মৎস্য বিভাগে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, হাঙর, শাপলাপাতা মাছ, ডলফিনসহ বিপণ্ণ প্রজাতির প্রাণীদের সংরক্ষণ ও দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বন বিভাগকে। কিন্তু তাদের কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায় না। ফলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। এসব ক্ষেত্রে মৎস্য বিভাগের পক্ষে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। 

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘শাপলাপাতা মাছ ও হাঙর ধরা সম্পূর্ণ বেআইনি। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।’ 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, শাপলাপাতা মাছ ও হাঙর ধরার বিষয়টি তিনি জানতেন না। কারণ, উপকূলীয় অঞ্চলে তাঁদের কোনো কার্যালয় নেই। তবে তাঁদের এসব বিষয়ে সহযোগিতা করার কথা উপকূলীয় বন বিভাগের। তাঁরাও বিষয়টি জানাননি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে জানাবেন। 

এ ছাড়া এ ধরনের অপরাধ কর্মকাণ্ড বন্ধ করতে উপজেলা প্রশাসন চাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারেন।

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক