Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই কিশোরীকে হত্যা অপরাধে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই কিশোরীকে হত্যা অপরাধে যুবকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে দুই কিশোরীকে হত্যার অপরাধে আবুল হোসেন (৩৩) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আলীম উল্ল্যাহ তাঁর উপস্থিতিতে এই রায় দেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে আবু সাঈদ জানান, আবুল হোসেন সীতাকুণ্ড উপজেলার চৌধুরীপাড়া গ্রামের মো. ইসমাইলের ছেলে। ২০১৮ সালের ১৮ মে উপজেলার জঙ্গল মহাদেবপুর ত্রিপুরাপাড়ায় কিশোরী সকলতি ত্রিপুরা (১৭) ও সবিরানী ত্রিপুরাকে (১৬) হত্যার দায়ে আজ তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আদালত আসামির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ওমর হায়াত মানিককে খালাস দেওয়া হয়েছে। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, আবুল হোসেন বিভিন্ন সময় ত্রিপুরাপল্লিতে গিয়ে সুকলতি ত্রিপুরাকে উত্ত্যক্ত করতেন। ওই ঘটনায় স্থানীয়ভাবে সালিস ডেকে আবুল হোসেনকে ভর্ৎসনা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে ত্রিপুরাপল্লিতে গিয়ে তিনি সুকলতিকে শ্বাসরোধে হত্যা করেন। এ সময় পাশের বাড়ির সবিরানী ত্রিপুরা ঘটনাটি দেখে ফেলায় তাঁকেও হত্যা করা হয়। পরে তাঁদের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা সাজানো হয়। 

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক