Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

তাজা চা–এর সেই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

তাজা চা–এর সেই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

ঢাকা: বিজ্ঞাপনে পার্বত্য জেলা বান্দরবানকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় ইউনিলিভারের একটি বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার ইউনিলিভারের তাজা চা-এর বিজ্ঞাপনের প্রচার বন্ধ করতে সব টেলিভিশন এবং জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনগুলোকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে তথ্য অধিদপ্তর।

সেখানে বলা হয়েছে, ‘আমার কাজটি করে না দিলে তোমাকে ওভার নাইট বান্দরবান পাঠিয়ে দিব’ বিজ্ঞাপনে বান্দরবান জেলা খারাপ জায়গা, দুর্গম এলাকা, বসবাসের অনুপযুক্ত ইত্যাদি চিহ্নিত হওয়ায় এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হলো।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এই বিজ্ঞাপনের প্রচার বন্ধের সুপারিশ করা হয় বলে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, `বিজ্ঞাপনটি মূলত টিভিতে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে। টিভির পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনেও এ ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়। এ জন্য আমরা টিভি ও দৈনিক পত্রিকার অনলাইনগুলোকে এই বিজ্ঞাপন প্রচার না করার অনুরোধ জানিয়েছি।'

তথ্য অধিদপ্তরের চিঠিতে বিজ্ঞাপনের একটি বাক্য জুড়ে দেওয়া হলেও সেটি কোন কোম্পানির, তা বলা হয়নি। তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিজ্ঞাপনটি ইউনিলিভারের তাজা চা-এর।

বিজ্ঞাপনে দেখা যায়, একজন ব্যক্তি তাঁর ভাতিজার চাকরির হচ্ছে কি না, সেই খোঁজ নিতে একটি অফিসে যান। এ সময় তিনি একজন নারী কর্মকর্তাকে সেই তথ্য জানাতে বলেন। কিন্তু ওই নারী কর্মকর্তা বিষয়টিকে গোপনীয় বলে জানানো যাবে না বলে জানান। এ সময় ওই ব্যক্তি বলেন, ‘আমার ভাতিজার চাকরি যদি না হয়, আপনারে ওভার নাইট বান্দরবান পাঠায় দেব।’

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি