Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাসের ধাক্কায় পুলিশের পিকআপ ভ্যান উল্টে ১৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বাসের ধাক্কায় পুলিশের পিকআপ ভ্যান উল্টে ১৩ পুলিশ আহত

চট্টগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় শিল্প পুলিশদের বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে ১৩ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টায় পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড়ে পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান শনিবার আজকের পত্রিকাকে বলেন, পুলিশের পিকআপ ভ্যানটি সাগরিকা মোড় অতিক্রম করছিল। এমন সময় অলঙ্কারগামী ১১ নম্বর রুটের একটি দ্রুতগামী বাস পিকআপ ভ্যানের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এই ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের রক্ত দিতে হয়েছে।

নাজমুল হাসান জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের উপপরিদর্শক মনির আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরিকায় আমাদের নতুন একটি পুলিশ লাইন হয়েছে। সেখানে প্রশিক্ষণ শেষে একটি পিকআপ ভ্যানে পুলিশ সদস্যরা খুলশী লাইনের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। সাগরিকা মোড়ে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন আহত হন। এদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মায়ের মামলা

সম্পত্তির জন্য বৃদ্ধকে হাত-পা বেঁধে ১৩ দিন ধরে নির্যাতন স্ত্রী–সন্তানদের

আইনশৃঙ্খলার অবনতি আতঙ্কে জনসাধারণ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার